বেড়ায় আসন পুনঃবহাল দাবীতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

আইন আদালত জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বেড়ায় আসন পুনঃবহাল দাবীতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

রিফাত, পাবনাঃ

পাবনার বেড়া উপজেলাকে পাবনা-১ আসন থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পূর্বের পাবনা ১ আসন পুনর্বহালের দাবিতে ভোর ৬টা থেকেই বেড়ায় চলছে স্বতঃস্ফূর্ত হরতাল কর্মসূচি।

 

এ হরতাল কর্মসূচির আওতায় বিভিন্ন মোড়ে গাছের গুড়ি ফেলে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে। একইভাবে বন্ধ রাখা হয়েছে নগরবাড়ি বন্দর, বৃশালিখা ও কাজিরহাট ঘাটও।

এতে ভোগান্তিতে হচ্ছে সাধারণ  মানুষ।

সকাল থেকে সরেজমিনে দেখা যায়, বেড়ার সিএন্ডবি ও কাশিনাথপুর মোড় সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে গাছের গুড়ি ফেলে রাস্তা আটকে দেয়া হয়েছে।

বিভিন্ন স্থানে জ্বালানো হয়েছে টায়ার। সব ধরণের যানবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে ঢাকাগামী বা দুরপাল্লার কোনো যানবাহন এই রুটে চলাচল করতে দেখা যায়নি।

এতে অনেক যাত্রী পূর্বে টিকিট কেটে রাখলেও তারা বাস বা কাঙ্খিত যানে গন্তব্যে যেতে পারছেন না।

হরতাল উপেক্ষা করে সকাল থেকে ঢাকা-পাবনা মহাসড়ক সহ বিভিন্ন রুটে রওনা হওয়া মালবাহী ট্রাকগুলো বেড়া সিএন্ডবি মোড়ে আটকে দিয়েছেন বিক্ষোভকারীরা।

এব্যাপারে পাবনা এক্সপ্রেসের কাউন্টার মাস্টার সিহাব সরদার বলেন, কাল টিকিট নিয়েছিলো এমন ১৪-১৫ জন যাত্রীকে সকালে টাকা ফেরত দিতে হইছে।

 

সিরাজগঞ্জ, কুষ্টিয়া, যশোর, বগুড়া ও ঢাকা সহ বিভিন্ন জেলাগামী অনেকগুলো মালবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। সব গাড়ি বন্ধ। শুধুমাত্র জরুরী সেবা এ্যাম্বুলেন্স ও কাচামালের গাড়ির ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে।

 

তাছাড়া দোকানপাট সহ সব বন্ধ। তারাও এ আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছেন বলেও জানান এ পরিবহণ শ্রমিক।

বিভিন্ন মোড়ে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে হরতালের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এসময় কোনোধরণের যানবাহন রাস্তায় বের হলে তা তাড়িয়ে দেয়া হচ্ছে।

 

বিক্ষোভকারীরা জানান, একটি দলের রাজনৈতিক স্বার্থে পাবনা ১ আসন থেকে বেড়াকে বাদ দিয়ে পাবনা ২ আসনে যুক্ত করা হয়েছে। এটি তারা মানেন না। এর জেরেই তারা ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজ হরতালের ডাক দিয়েছেন। তাদের দাবি না মানা হলে এ আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।

এদিকে এ হরতালকে কেন্দ্র করে বিশৃঙ্খলা প্রতিরোধে উপজেলার বিভিন্ন জায়াগায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল সাড়ে ৯ টার দিকে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলাম ও বেড়া মডেল থানার ওসি একেএম হাবিবুল ইসলাম বেড়া সিএন্ডবি মোড় পরিদর্শন করেছেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *