
কুমিল্লা রেজভীয়া দরবার শরীফের উদ্যোগে ঈদ-ই মিলাদুন নবী (সাঃ) উদযাপন
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
প্রতি বছরের ন্যায়ে রেজভীয়া দরবার শরিফের উদ্যোগে রাসুলে পাক সাল্লালাহু আলাইহে ওয়া ছাল্লাম এঁর শুভ আগমন উপলক্ষে।
রেজভীয়া দরবার শরিফের গদ্দিনিশি পীর সিরাজুল আমিন রেজভীর নেতৃত্বে জশনে জুলুস পালিত হয়।
জশনে জুলুসের র্যালিটি কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে বের হয়ে প্রেসক্লাব, পৌজদারী, পুলিশলাইন, ঝাউতলা, কান্দিরপার, নিউকার্কেট, জিলাস্কুল হয়ে কেন্দ্রীয় ঈদগা মানে এসে মুনাজাতের মাধ্যমে জুলুসের সমাপ্তি ঘোষনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আওলাদে রেজভী সাইফ ও আলী হায়দার রেজভী।
প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, রেজভীয়া দরবার কেন্দ্রীয় কমিটির সভাপতি ইদ্দিছ আলী, মহাসচিব প্রফেসার এমদাদ রেজভী, কো-চেয়ারম্যান কাজী এমরান রেজভী, সভাপতিত্ব করেন খলিলুর রহমান রেজভী, আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল খায়ের রেজভী, মহানগর কমিটির সভাপতি সেলিম রেজভী, সাধারণ সম্পাদক রহিম রেজভী।
উপজেলা কমিটির সভাপতি জয়নাল আবেদিন জনী, আবুল হাসেম বাদলসহ রেজভীয়া দরবার জেলা ও মহানগর ও বিভিন্ন উপজেলা কমিটির সকল নেত্রী বৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খাদেম মোস্তফা রেজভী। সার্বিক সহযোগিতায় ছিলেন খলিলুর রহমান রেজভী, খাদেম মোস্তফা রেজভী, মিজান রেজভী, রেজভীয়া মটর্স।