
সন্ধ্যায় নিখোঁজ-সকালে নিজ পুকুর থেকে লাশ উদ্ধার !
লাকসাম প্রতিনিধিঃ
গত সোমবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ অহিদুর রহমান(৪৬) নামে এক ব্যক্তি।
আজ মঙ্গলবার সকালে নিজ পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের মৃত আবদুল বারেকের ছেলে। নিহতের ২টি ছেলে সন্তান রয়েছে। পরিবার ও পুলিশ জানায় সে দীর্ঘ দিন মাদকাসক্ত।
নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বড় বিজরা গ্রামে মৃত আবদুল বারেকের ছেলে অহিদুর রহমান এক সময় করাত কলে চাকরি করতো। সে সময় করাতকলে এক দুর্ঘটনায় তার একটি হাত কেটে বিছিন্ন হয়ে যায়। হাতের চিকিৎসার পর থেকে মাদকাসক্ত হয়ে পড়ে। অধিকাংশ সময় সে মাদক সেবন করে সে বাড়ি এসে স্ত্রী ও সন্তানদের সাথে অশালীন আচরণ করতো
গত সোমবার সন্ধ্যার পর থেকে তাঁকে বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজির পরও পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার সকালে নিজ পুকুরে তার লাশ ভাসতে দেখে পরিবার পুলিশে খবর দেয়।
সংবাদ পেয়ে পুলিশের এস আই ঝন্টু দে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায় এবং ময়নাতদন্ত তদন্ত ছাড়াই পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন।
লাকসাম থানা পুলিশের ওসি নাজনীন সুলতানা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষে থেকে কারও বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।