‘মিয়াজাকি’ আমগাছ চুরি থানায় অভিযোগ

শেয়ার করুন…., ‘মিয়াজাকি’ আমগাছ চুরি থানায় অভিযোগ হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ কুষ্টিয়ার কুমারখালীর এক শিল্পপতির বাসা থেকে চুরি হয়েছে বিশ্বের সবচেয়ে দামি ‘মিয়াজাকি’ জাতের একটি আমগাছ। বিশ্বের সবচেয়ে দামি আম জাপানের ‘মিয়াজাকি’। ‘সূর্যডিম’ নামেও পরিচিত বিশেষ এই আম। দেড় থেকে তিন লাখ টাকা পর্যন্ত দামে বিক্রি হয় মিয়াজাকি আম। সেই আমের চারা নিজ বাড়িতে রোপণ করেছিলেন … Continue reading ‘মিয়াজাকি’ আমগাছ চুরি থানায় অভিযোগ