ঝিনাইগাতীর গজনী বিটে বালু পাচার- ইউএনওর কঠোর অবস্থান

শেয়ার করুন….,ঝিনাইগাতীর গজনী বিটে বালু পাচার- ইউএনওর কঠোর অবস্থান   আব্দুল লতিফ, শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী বিটের হালচাটি, মালিটিলা, গজারীচালা, মাগুনঝুড়া, দরবেশতলা ও ৫নম্বর এলাকায় প্রতিরাতে হাজার হাজার টাকার বালু পাচার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, একটি সংঘবদ্ধ চক্র বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজের প্রত্যক্ষ প্রশ্রয়ে মাহিন্দ্র গাড়ি ব্যবহার করে নিয়মিত বালু পাচার … Continue reading ঝিনাইগাতীর গজনী বিটে বালু পাচার- ইউএনওর কঠোর অবস্থান