কুষ্টিয়ায় ১ রাতেই পদ্মার ভাঙ্গনে বিলীন বিজিবির বিওপি

শেয়ার করুন….,কুষ্টিয়ায় ১ রাতেই পদ্মার ভাঙ্গনে বিলীন বিজিবির বিওপি হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভাঙ্গনে বিজিবির একটি বিওপি (বর্ডার আউট পোস্ট) বিলীন হয়ে গেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর বিওপির দুই-তৃতীয়াংশ নদীতে বিলীন চলে যায়। অবশিষ্ট অংশও কয়েক দিনের মধ্যে ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা … Continue reading কুষ্টিয়ায় ১ রাতেই পদ্মার ভাঙ্গনে বিলীন বিজিবির বিওপি