লাকসামে আশুরা উপলক্ষে খতমে ইউনুস অনুষ্ঠিত

ইসলাম ধর্ম কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ

লাকসামে আশুরা উপলক্ষে খতমে ইউনুস অনুষ্ঠিত

লাকসাম প্রতিনিধিঃ

৫ জুলাই ২০২৫ ইং রোজ রবিবার সকালে লাকসাম পৌর শহরের কাজীপাড়া কাজীর মসজিদে আশুরা উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে ৭তম খতমে ইউনুস অনুষ্ঠিত।

খতমে ইউনুস দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস, মাওলানা ও আলেম-ওলামাগণের উপস্থিতিতে খতম ইউনুস দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কাজীর মসজিদের খতিব মোহাম্মদ আবুল বাশার এর সঞ্চালনায় খতমে ইউনুস ও দোয়া অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে বিশিষ্ট ছামড়া ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আবু ইউসুফ।

এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ মোঃ বেলালুর রহমান মজুমদার, মোঃ মাহবুবুল হক মনু, আবদুল কুদ্দুস সর্দার, মোঃ আজাদ হোসেন, মোঃ আবুল বাসার,মোঃ আবদুল লতিফ, মোঃ জহিরুল ইসলাম, মোঃ ইমরান হোসেন, আলমগীর হোসেন, আলী আশ্রাফ, মোঃ মাসুদ, দ্বীন মোহাম্মদ প্রমুখ।

বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু ইউসুফ বলেন হাজী মোহাম্মদ মক্রম আলী সর্দার স্বপ্নে দেখেন পবিত্র আশুরার দিনে কাজীর মসজিদে খতমে ইউনুস ও দোয়ার আয়োজন করেন।

তারপর থেকে আজ সাত বছর পালিত হচ্ছে খতমে ইউনুস, এবং যুব সমাজকে বলেন আমি যদি মরেও যাই তোমরা কখনো এই খতমে ইউনুস বন্ধ করবেনা আল্লাহ যতোদিন তোমাদেরকে বাছিয়ে রাখেন ততদিন তোমরা এই পবিত্র আশুরার দিনে খতমে ইউনুস পালিত করবে।

পরে ও মোনাজাতে সকল কবরবাসী ও এলাকার ময়মুরুব্বি ও প্রবাসীদের জন্য দোয়া করা হয় দোয়া ও মোনাজাত শেষে তাবারক বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *