
গৌরীপুরে সাঁতার কাটতে গিয়ে
স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু !
মো: হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে সোয়াই নদীতে সাঁতার কাটতে নেমে দীপঙ্কর রায় গৌরব (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম মইলাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৌরব নীলফামারী সদর উপজেলার গোপাল চন্দ্র রায়ের ছেলে।
তিনি ছোটবেলা থেকেই মামার বাড়িতে — গৌরীপুরের শ্যামগঞ্জ বাজার এলাকায় বসবাস করতেন এবং শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, শনিবার দুপুরে গৌরব ও তার পাঁচ বন্ধু স্থানীয় মাঠে ফুটবল খেলার পর নদীতে সাঁতার কাটতে যায়।
সবাই একসাথে নদীর পাড় থেকে লাফ দেয়। কিছুক্ষণ পর দুইজন বন্ধু নদী থেকে সাঁতরে উঠে এলেও গৌরবসহ বাকি তিনজন পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযানে নামে। একপর্যায়ে দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও গৌরবকে উদ্ধার করা হয় নিথর দেহে। নিহতের মামা বিশ্ব কুমার পাল বলেন, “গৌরব আমার বড় বোন দীপা রানী পালের ছেলে। ছোটবেলা থেকেই সে আমাদের সঙ্গেই ছিল।
ফুটবল খেলার পর বন্ধুদের সঙ্গে নদীতে নেমে এমন দুর্ঘটনা ঘটবে, কখনো ভাবিনি।
গৌরব ছিল ভীষণ ভালো ছেলে। তার এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না।
” গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম জানান, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”