বুড়িচংয়ে ৩৬ জুলাই শহীদদের স্মরণে মিলাদ মাহফিল

আইন আদালত ইসলাম ধর্ম কুমিল্লা জাতীয় দুর্ঘটনা রাজনীতি সারাদেশ

বুড়িচংয়ে ৩৬ জুলাই শহীদদের

স্মরণে মিলাদ মাহফিল

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ 

শুক্রবার ৪ জুলাই বিকেলে  কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ২০২৪ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ৩৬ জুলাই ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফেরাত  ও আহতদের রোগ মুক্তি, সুস্থতা  কামনায় মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভা আলেখারচর বিশ্ব রোড হোটেল মিয়ামির হল রুমে  অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও  ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মোঃ সালাহ উদ্দিন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  প্রবীণ বিএনপি নেতা হাজী নজির আহমেদ  পরিচালনা করেন যৌথ ভাবে  ইউনিয়ন সাবেক  স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাহাবুব আলম খোকন ও ইউনিয়ন ছাত্র দলের সভাপতি গাজী জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আনিসুল হক ভূইয়া ( ধনু মেম্বার),  সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, কুমিল্লা মহানগর আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহ-সভাপতি সৈয়দ বশির আহমেদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম,  সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ মেম্বার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সানা উল্লাহ বাবুল।

আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির  সহসভাপতি সার্জেন্ট কামাল হোসেন,  যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গাজী শাহ আলম, যুগ্ম সম্পাদক রুহুল কবির খন্দকার, ঠিকাদার হাজী মিজানুর রহমান, জাহিদ আলম, বিএনপি নেতা সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদ,ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ সাব্বির, যুবদল নেতা আনোয়ার লাকী প্রমূখ।

ময়নামতি ইউনিয়নের ৯ ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গন আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পরে ৩৬ জুলাই  ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা   কামনা করে মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠিত হয়।

রাজশাহীতে দেড় ডজন মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী কারাগারে প্রেরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *