লালমাইতে মহাসড়কে গাড়ি চালককে সাড়ে ২৪ হাজার টাকা অর্থদন্ড

অর্থনীতি আইন আদালত আন্তর্জাতিক কুমিল্লা কৃষি খুলনা খেলাধুলা চট্টগ্রাম জাতীয় ঢাকা তথ্যপ্রযুক্তি পরিবেশ বরিশাল ময়মনসিংহ রংপুর রাজনীতি শিক্ষা সারাদেশ সিলেট

লালমাইতে মহাসড়কে গাড়ি চালককে সাড়ে ২৪ হাজার টাকা অর্থদন্ড

লালমাই প্রতিনিধিঃ
লালমাই উপজেলায় কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফয়েজগঞ্জ নামক স্থানে ১৪ জন গাড়ির চালককে ২৪ হাজার ৫ শত টাকার অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
বুধবার ২ জুন,২০২৫ আনুমানিক বিকাল ৩.০০ ঘটিকায় লালমাই উপজেলার নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কস্থ ফয়েজগঞ্জ নামক স্থানে উপজেলা প্রশাসন, লালমাই কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যাতীত গাড়ি চালনা, অতিরিক্ত যাত্রী বোঝাই এবং দ্রুতগতিতে গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ১৪ জন গাড়ি চালককে সর্বমোট ২৪৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
সম্প্রতি নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের অত্র স্থানটিতে দুর্ঘটনার হার বেড়ে যাওয়ায় গাড়ি চালকদের সাবধানে গাড়ি চালনা ও হেলমেট পরিধান করাসহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়েছে।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, লাকসাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আদেল আকবর ও তার টিম এবং লালমাই থানা পুলিশ সদস্যগন।
এ ব্যাপারে উপজেলা নির্নাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন,
জনস্বার্থে উপজেলা প্রশাসন, লালমাই কর্তৃক মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
https://www.sangbadtoday.com/2025/07/03/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%95%e0%a7%81%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae-%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9c%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%aa/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *