
লাকসামে সাবেক এমপি কর্নেল (অব.) আনোয়ারুল আজিম স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের সাবেক এমপি ও বিএনপির চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) আনোয়ারুল আজিম স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে পৌরসভা কমিনিটি সেন্টারে নাগরিক শোকসভায় প্রধান অতিথি ছিলেন সংস্থাপন মন্ত্রনালয়ের সাবেক সচিব ও এবি পার্টির আহবায়ক এএফএম সোলাইমান চৌধুরী।
লাকসাম দৌলতগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি এড.বদিউল আলম সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন, লাকসাম দৌলতগঞ্জ বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী, সাবেক ইউপি চেয়ারম্যান ও আল-আমিন ইন্সটিটিউটের প্রধান শিক্ষক আবুল বাশার, সাবেক ছাত্রনেতা জাহিদ হাসান।

লাকসাম দৌলতগঞ্জ বাজার বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান ভুট্টোর পরিচালনায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের লাকসাম উপজেলা আমির মুফতি মাওলানা আবু ইউছুফ, মোবাইল ব্যবসায়ি সমিতির সভাপতি মোঃ মিজানুর রশিদ, পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবদুল মতিন মজুমদার, ওয়াক্সপ মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, কাপড় ব্যবসায়ী সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাহমুদ তুহিন, স্যানিটারী এন্ড টাইলস ব্যবসায়ী সমিতির সভাপতি মহিউদ্দিন, পাদুকা সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, মোবাইল ইলেকট্রনিক সমিতির সভাপতি খোরশেদ আলম তুহিন, লাকসাম বনিক সমিতির সহ-সভাপতি আবুল কালাম, ব্যবসায়ী আমির হোসেন প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ও এবি পার্টির আহবায়ক এএফএম সোলাইমান চৌধুরী বলেন, আমার আনোয়ারুল আজিমের মত একজন গুনিজনকে হারিয়েছি।
তিনি দৌলতগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, লাকসাম দৌলতগঞ্জ বাজারে প্রায় ৮ হাজার ব্যবসায়ী আছেন। নিজেরা বিভাজন করে অধিকার বঞ্চিত হবেন না। ব্যবসায়ীরা যদি সৎ লোক নিজেদের নেতা নির্বাচিত না করেন তাহলে আপনারাই পদে পদে নির্যাতিত হবেন।
সাবেক এমপি কর্নেল (অব.) আনোয়ারুল আজিম স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া পরিচালনা করেন দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আবদুল হান্নান।
https://www.sangbadtoday.com/2025/07/03/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%85%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%93/