মোবাইল চুরিকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা !

আইন আদালত কুমিল্লা সারাদেশ

মোবাইল চুরিকে কেন্দ্র করে একই

পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা !

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মোবাইল চুরিকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলা করে এলোপাতাড়ি পিটিয়ে একই পরিবারের তিনজনকে হত্যা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার কড়ইবাড়ী গ্রামে তাদের পিটিয়ে হত্যা করা হয়।

 

নিহতরা হলেন, রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)।

রাসেলের ভাবি রুমা আক্তার গুরুতর আহত হয়ে মুরাদনগর উপজেলা কমপ্লেক্স হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয়রা জানান, নিহত রুবি বেগমের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক কারবারসহ বিভিন্ন অভিযোগ অর্ধশতাধিক মামলা রয়েছে। তার পরিবার দীর্ঘ দিন ধরে মাদক কারবার, চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সম্প্রতি এলাকায় মোবাইল চুরির ঘটনা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।

এতে রুবি বেগম ও তার ছেলে রাসেল কয়েকজনকে মারধর করেন।

এরই জের ধরে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে শতাধিক গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।

এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে ঘটনাস্থলে রুবি, রাসেল ও জোনাকি মারা যায়।

ভেড়ামারায় উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতবিনিময় সভা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *