
ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতির বৃক্ষরোপণ
মোঃ এমদাদুল হক, জামালপুরঃ
জামালপুরের ইসলামপুরে ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতির উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচী পালিত। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আর কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে। তাই বৃক্ষ পরিবেশ ও আমাদের পরম বন্ধু।
বৃক্ষের গুরুত্ব অনুধাবন করে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতি।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুর রহমান মুন্নার পরিচালনায় ও কোষাধ্যক্ষ মোঃ মামুন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা ডিহিদার বাদল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।
বৃক্ষ পরিবেশের শোভাবর্ধনের পাশাপাশি মাটির ক্ষয়রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঘূর্ণিঝড় ও তুফানের সামনে প্রাচীর হয়ে দাড়িয়ে জানমাল রক্ষা করে”।
উক্ত কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিয়াজুল করিম বাবু,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,উপজেলা সমিতির বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নূরে আলম মুস্তারী বাধন,রেজাউল করিম পলিন,সুমন,মনির ও মোতালেবসহ অনেকে।
এসময় তারা ঐতিহ্যবাহী সরকারী ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাইস্কুল ও রেললাইনের পাশে বিভিন্ন রকমের শতাধিক ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণ করে।