চৌদ্দগ্রামে ভারতীয় নাগরিক আটক

আইন আদালত আন্তর্জাতিক কুমিল্লা জাতীয় সারাদেশ

চৌদ্দগ্রামে ভারতীয়

নাগরিক আটক

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে  আনন্দপুর বিওপি ক্যাম্প।

বুধবার রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আনন্দপুর বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার মো: হালিম বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে একজনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।

বৃহষ্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ হিলাল উদ্দিন আহমেদ তথ্যটি নিশ্চিত করেন।

এজাহারে জানা যায়, উপজেলার আনন্দপুর বিওপি ক্যাম্পের বাতিসা ইউনিয়ন সীমান্তবর্তী দুর্গাপুর  ২১১২/৪এস পিলার হতে ১০০ ভেতরে (বাংলাদেশের অভ্যন্তরে) ভারতের পশ্চিমবঙ্গ বিভাগীয় নদীয়া জেলার মায়াপুর থানার গৌরনগর গ্রামের মৃত প্রকাশ চন্দ্র নাথের ছেলে শ্রী বাবুল চন্দ্রনাথ (৬৫) কে আটক কর হয়।

আটককালে সে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মো: হিলাল উদ্দিন আহমেদ জানান, ‘আনন্দপুর বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আবদুল হালিম বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে একজনকে আসামী করে মামলা দায়ের করেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *