
সুন্দরগঞ্জে অটোচালকের লাশ উদ্ধার
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধাঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে বিল থেকে আরিফুল মন্ডল (১৬) নামে অটোবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৯ জুন) দুপুরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের চাকোলিয়ার বিলের মাঝে লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবরের ভিত্তিতে তা উদ্ধার করা হয়। এর অদূরে একই ইউনিয়নের কাশিমবাজার নামক স্থানে ব্যাটারী বিহীন অটোবাইকটি উদ্ধার করা হয়েছে।
আরিফুল মন্ডল পার্শ্ববর্তী সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম (বাবুর দীঘিরপাড়) গ্রামের শহিদুল মন্ডলের ছেলে।
জানা যায়, শনিবার বিকেলে আরিফুল মন্ডল অটোবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাতেও ফেরেনি।
পরিবারের লোকজন যোগাযোগ করার চেষ্টা করে তার মুঠোফোন বন্ধ পায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে চাকলিয়ার বিলের মাঝে লাশের সনাক্ত করেন। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠান।
থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
মৃতদেহের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
https://www.sangbadtoday.com/2025/07/02/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be/