শেরপুর চুরি হওয়া নবজাতক শ্রীবরদী থেকে উদ্ধার

অর্থনীতি আইন আদালত আন্তর্জাতিক কুমিল্লা কৃষি খুলনা খেলাধুলা চট্টগ্রাম জাতীয় ঢাকা তথ্যপ্রযুক্তি পরিবেশ বরিশাল ময়মনসিংহ রংপুর রাজনীতি রাজশাহী শিক্ষা সারাদেশ সিলেট
  1. শেরপুর চুরি হওয়া নবজাতক শ্রীবরদী থেকে উদ্ধার

আল-আমিন, শেরপুরঃ

শেরপুর জেলা শহরের ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া এক নবজাতককে শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

এসময় অভিযুক্ত চাঁদনী বেগমকে আটক করা হয়েছে।

২৮ জুন শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এর আগে একই দিন সকালে নবজাতকটি চুরি হয়।

আটক চাঁদনী বেগম (৩০) শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকার চাঁন মিয়ার মেয়ে।

নবজাতকের পরিবার ও স্থানীয়রা জানান, শেরপুর জেলা শহরের চাপাতলী মহল্লার ফিরোজ মিয়া ও আবেদা বেগমের তিন দিনের কন্যাশিশুকে শহরের বটতলা এলাকার বেসরকারি ইউনাইটেড হাসপাতাল থেকে শনিবার সকাল ৯টার দিকে চাঁদনী বেগম নামে ওই নারী চুরি করে নিয়ে যায়।

বিষয়টি জানাজানি হলে দুপুরে চাপাতলি এলাকা থেকে শতাধিক নারী-পুরুষ হাসপাতালে সামনে এসে বিক্ষোভ করেন।

এদিকে, ঘটনার পরপরই নবজাতককে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।

স্থানীয়দের সহযোগিতায় শ্রীবরদী উজেলার কুরুয়া কাজীপাড়ার জনৈক চাঁন মিয়ার বাড়ি থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

 

এসময় অভিযুক্ত চাঁদনী বেগমকে আটক করে পুলিশ। পরে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সদর থানার উপ-পুলিশ পরিদর্শক নুরে আলম বলেন, অভিযান চালিয়ে নবজাতক উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে।

 

এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *