তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ৪৫ বছর পর আজ শনিবার (২৮ জুন) সরকারি মার্চেন্টস একাডেমির মাঠে বণিক সমিতির নির্বাচন হওয়ার কথা ছিলো। কিন্তু আবদুল মজিদ নামের এক আইনজীবীর একটি রীটের প্রেক্ষিতে রুল জারি করে নির্বাচন স্থগিত করেছেন উচ্চ আদালত। বৃহস্পতিবার বিকেলে (২৬ জুন) উচ্চ আদালতের বিচারপতি কাজী জিনাত হক ও আইনুন নাহার সিদ্দিকার দ্বৈত বেঞ্চ এক মাসের জন্য এ নির্বাচন স্থগিতের আদেশ দেন।
এসময় রুলের জবাব দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বিভাগীয় রেজিষ্টার আরজিইসি, জেলা প্রশাসক (ডিসি), রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
এই রীটের সংবাদ শুনার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উত্তেজিত হয়ে পড়েন বনিক সমিতির নির্বাচনে প্রার্থী ও তাদের অনুসারীরা। বিকাল ৫টায় ইউএনও ইমরান খাঁন উপজেলা পরিষদে প্রার্থীদের নিয়ে জরুরী বৈঠক করেন।
শুক্রবার এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন রীটকারী রায়পুর শহরের বাসিন্দা আইনজীবী মো. আবদুল মজিদের হাইকোর্টের আইনজীবি মো. তাছেব হোসাইন।
আইনজীবি তাছেব হোসাইন জানান, বাণিজ্য সংগঠন অধ্যাদেশের ১৯৬১ এর ৩ ধারায় উল্লেখ রয়েছে একই এলাকায় ব্যবসায়ীদের রেজিষ্টশনভূক্ত দুইটি সংগঠন থাকতে পারবে না।
এছাড়া রেজিষ্টশন ছাড়া ব্যবসায়ীদের কোন সংগঠন পরিচালনা করা যাবে না। কিন্তু সাম্প্রতিক সময়ে রায়পুর বণিক সমিতির নামে ইউএনওসহ স্থানীয় প্রশাসন নির্বাচনের আয়োজন করে।
এতে আবদুল মজিদের দায়ের করা রীটের প্রেক্ষিতে উচ্চ আদালত রুল জারি- নির্বাচন স্থগিত করার আদেশ দেয়।
এ বিষয়ে রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা ও বণিক সমিতির নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মাজেদুল ইসলাম বলেন, লোকমুখে নির্বাচনের স্থগিতের বিষয়টি শুনছি। তবে এখন পর্যন্ত আমার হাতে আদালতের আদেশের কপি আসেনি।
ইউএনও ইমরান খানের উপস্থিতিতে বনিক সমিতির নির্বাচনে প্রার্থীদের নিয়ে বৈঠক করা হয়েছে। তখন বলা হয়েছে রীটের কপি অফিসিয়াল ভাবে হাত পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সম্প্রতি রায়পুর বাজার বণিক সমিতির নির্বাচন করার লক্ষ্যে ১ হাজার ৬২৫ জন ব্যবসায়ীকে ভোটার করা হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬টি পদ ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা অনেকটা প্রতিযোগিতা দিয়ে প্রচার-প্রচারণা করছেন।
শনিবার (২৮ জুন) সকাল ১০টা-৫টা পর্যন্ত মার্চ্চেন্টস একাডেমীর মাঠে এ ভোট নেওয়ার জন্য সকল প্রস্ততি নিয়েছেন স্থানীয় প্রশাসন।
লক্ষ্মীপুর
০১৭১৮০৭৮৪৩৯
০১৮৩৯৮২৯৭৭৩
২৭-০৬-০২৫