রাজশাহী যুবলীগ নেতার অবস্থানের খবরে ভবন ঘেরাও

অর্থনীতি আইন আদালত আন্তর্জাতিক কুমিল্লা কৃষি খুলনা খেলাধুলা চট্টগ্রাম জাতীয় ঢাকা তথ্যপ্রযুক্তি পরিবেশ বরিশাল ময়মনসিংহ রংপুর রাজনীতি রাজশাহী শিক্ষা সারাদেশ সিলেট

রাজশাহী যুবলীগ নেতার অবস্থানের খবরে ভবন ঘেরাও

মোঃ শিবলী সাদিক, রাজশাহীঃ

রাজশাহী নগরীর ভদ্রা এলাকার সান ভিউ অ্যাপার্টমেন্ট ঘিরে রেখেছে বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবি, ভবনটির একটি ফ্ল্যাটে অবস্থান করছেন রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল মাসুদ রনি।

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরে মহানগর ডিবি পুলিশের একটি টিম ওই ভবনে তল্লাশী করে।

বিএনপি নেতাদের ভাষ্য, মঙ্গলবার সন্ধ্যায় রনি ওই ভবনে প্রবেশ করেছেন-এমন তথ্য দিয়েছেন ভবনের নিরাপত্তাকর্মীরা। এরপর থেকেই ভবনটি নজরদারিতে রেখেছেন তারা।

যুবদলের এক নেতা জানান, সান ভিউ অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাট রাজশাহী মহানগর যুবলীগের এক নেতার ভাইয়ের মালিকানাধীন। ধারণা করা হচ্ছে, সেখানেই অবস্থান করছেন রনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ২০ জুন রাজশাহী মহানগর যুবলীগের নতুন কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবলীগ।

 

এতে মনিরুজ্জামান খান মণিকে সভাপতি এবং তৌহিদ আল মাসুদ রনিকে সাধারণ সম্পাদক করা হয়।

 

গত বছরের ৫ আগস্টের পর রনির বিরুদ্ধে হত্যাসহ ডজনখানেক মামলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *