সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে আদিবা নামের ১৯ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ২৬ জুন রাত ৮টার দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে।
মারা যাওয়া শিশু আদিবা একই গ্রামের মুমিত মুনসীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, আদিবা ঘরের ভেতর খেলছিল। একসময় পরিবারের লোকজন তাকে ঘরে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে খুঁজতে গিয়ে আদিবাকে পানিতে ভাসতে দেখা যায়।
সেখান থেকে দ্রুত উদ্ধার করে তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহমিদা জাহান কালের কণ্ঠকে জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি।
https://www.sangbadtoday.com/2025/07/02/%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9f%e0%a7%81-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a6%95/