বুড়িচংয়ে মুদি দোকানে থেকে টিসিবির ১৪'শ লিটার তেল জব্দ
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচংয়ে এক মুদি দোকানে অভিযান চালিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর বিপুল পরিমাণ সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন।
মঙ্গলবার (১ জুলাই) রাতে উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আবিদপুর বাজারের ব্যবসায়ী কাউসারের দোকানে অভিযান চালানো হয়।
এ সময় তার দোকান থেকে ৭৯টি কার্টনে থাকা মোট ১,৪৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৪২ হাজার ২০০ টাকা।
ব্যবসায়ী কাউসার দাবি করেন, তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে এসব তেল কিনে এনে দোকানে মজুদ রেখেছিলেন বিক্রির জন্য।
অভিযান শেষে টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে ব্যবসায়ী কাউসারকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তেলগুলো জব্দ করা হয়।
ইউএনও তানভীর হোসেন আরও জানান, টিসিবির তেল কীভাবে এই ব্যবসায়ীর হাতে পৌঁছালো এবং এটি কোনো নির্দিষ্ট ডিলারের বরাদ্দকৃত পণ্য কি না-তা তদন্ত করে দেখা হচ্ছে।
এছাড়া, জব্দকৃত তেলগুলো সরকারি নীতিমালার আলোকে বিতরণ করা হবে।