
গৌরীপুর পৌরসভার ৫২ কোটি
৬২ লাখ টাকার বাজেট ঘোষণা
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
গৌরীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে গত সোমবার (৩০ জুন)। দুপুর ২টায় পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট সভায় আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন গৌরীপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।
ঘোষিত বাজেট অনুযায়ী, চলতি অর্থ বছরে পৌরসভার মোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫২ কোটি ৬২ লাখ ৭১ হাজার ৪১১ টাকা ১১ পয়সা। এর বিপরীতে সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫১ কোটি ৪৩ লাখ ৫ হাজার টাকা। ফলে বাজেটে মোট উদ্বৃত্ত বা স্থিতি রয়েছে ১ কোটি ৮ লাখ ৩৬ হাজার ৪১১ টাকা ১১ পয়সা।
বাজেট ঘোষণাকালে প্রশাসক সুনন্দা সরকার প্রমা বলেন, “এই বাজেট গৌরীপুর পৌরবাসীর উন্নয়ন ও কল্যাণের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং আধুনিক পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা পরিকল্পিতভাবে কাজ করছি।”
তিনি আরও জানান, গৌরীপুর শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম, বাজার ব্যবস্থাপনা, নাগরিক স্বাস্থ্যসেবা এবং সামাজিক উন্নয়নমূলক প্রকল্পেও বরাদ্দ বাড়ানো হয়েছে। ভবিষ্যতে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে অংশগ্রহণমূলক বাজেট প্রণয়নের পরিকল্পনাও রয়েছে।
বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা হাসান জাকির, পৌরসভার সহকারী প্রকৌশলী মদন দাস, উপজেলা প্রকৌশলী অসিত বর্মন, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মাফুজ ইবনে ইউসুফ।
এছাড়াও স্থানীয় গণমাধ্যম ও সুধীসমাজের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরাও এ সভায় অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিপ্লব, সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সহ-সভাপতি মো. হুমায়ুন কবির ও শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন এবং সাংবাদিক ফারুক আহাম্মদ প্রমুখ।
পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বাজেট প্রক্রিয়া ও পরিকল্পনা নিয়ে মতামত দেন এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতেও গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সমাপনী বার্তা-সভায় বক্তারা বলেন, গৌরীপুরের সার্বিক উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে বাজেট বাস্তবায়ন করতে হবে। নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিতে বাজেটে যে পরিকল্পনা তুলে ধরা হয়েছে, তা যথাযথভাবে বাস্তবায়ন হলে গৌরীপুর পৌরসভা আরও আধুনিক ও বাসযোগ্য শহরে পরিণত হবে।
বাজেট ঘোষণার মাধ্যমে পৌরসভার নতুন অর্থ বছরের কার্যক্রমের যাত্রা শুরু হলো। পৌর প্রশাসনের পক্ষ থেকে বাজেট বাস্তবায়নে সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয়েছে।
https://www.sangbadtoday.com/2025/07/02/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%85%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be/