মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার খোদ কালিহর গ্রামে জমি-জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে।
এতে নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। বসতঘর ভাঙচুর ও বিকাশ দোকানে হামলা চালিয়ে প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
ভুক্তভোগী মো. আজিজুল হক (৩০) গৌরীপুর থানায় দায়ের ১২ জুন বৃহস্পতিবার দায়ের করা এজাহারে জানান, ১১ জুন দুপুর ১টার দিকে রাজ্জাক, খালেক, শাহজাহান, সালাম, নূরে আলম, শাহ আলম, জাহাঙ্গীর, নুরুল হুদা, রুহুল আমিন, মান্নান, রাফি, সৌরভসহ ১২ জন এবং আরও অজ্ঞাতনামা ৭-৮ জন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তার বসতবাড়িতে হামলা চালায়। প্রথমে তাকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে এবং রামদা দিয়ে মাথায় কোপ দিলে গুরুতর জখম হয়।
চিৎকার শুনে তার ভাই এনামুল ও এমদাদুল হক এগিয়ে এলে তারাও হামলার শিকার হন। তাদের একজনের কুনুইয়ে রামদার কোপ লাগে এবং অন্যজন লোহার রড ও বাঁশের লাঠির আঘাতে জখম হন।
আজিজুল হকের বোন ফাতেমা খাতুন এগিয়ে এলে তাকেও লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয়।
পরে একইদিন বিকেলে হামলাকারীরা তার বিকাশের দোকানেও হামলা চালিয়ে ড্রয়ার থেকে ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, যাওয়ার সময় হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, “এ নিয়ে বাড়াবাড়ি করলে সময়-সুযোগমতো মেরে লাশ গুম করে ফেলা হবে।” আহতরা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
এক চিকিৎসক জানান, “রোগীদের শরীরে ধারালো অস্ত্র ও রডের আঘাতে জখম রয়েছে। একজন নারী রোগীর মাথায় গুরুতর ফাটা জখম রয়েছে।” খোদ কালিহর এলাকাবাসী বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জমি সংক্রান্ত বিরোধ থেকে এমন সহিংস ঘটনা ঘটে থাকতে পারে।
প্রশাসনের প্রতি অনুরোধ, যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।” গৌরীপুর থানা সুত্রে জানা গেছে , “লিখিত অভিযোগ তারা পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানান।”
https://www.sangbadtoday.com/2025/07/02/%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac/