
গৌরীপুরে ইউএনওকে
বিদায় সংবর্ধনা প্রদান
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
পদায়নজনিত কারণে বদলি হওয়ায় গৌরীপুর প্রেসক্লাবের আয়োজনে সোমবার (১ জুলাই) রাত ৯টায় প্রেসক্লাব মিলনায়তনে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউএনও’র দক্ষ প্রশাসনিক নেতৃত্ব ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
তারা বলেন, তাঁর আন্তরিকতা ও মানবিক গুণাবলী প্রশাসন এবং সাধারণ জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, শফিকুল ইসলাম মিন্টু, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুর রহমান, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল, শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক আব্দুল হাই প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, আলী হায়দার রবিন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শামীম খন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, উপজেলা বিএনপির সদস্য মাহমুদুল ওয়াহাব মনি, মইলাকান্দা ইউপির প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাংবাদিক আরিফ আহাম্মেদ, মাফুজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে ইউএনও এম সাজ্জাদুল হাসানের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
https://www.sangbadtoday.com/2025/07/02/%e0%a6%97%e0%a7%8c%e0%a6%b0%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0/