কুষ্টিয়ায় মাদক পাচার বিরোধী দিবস পালিত

অর্থনীতি আইন আদালত আন্তর্জাতিক কুমিল্লা কৃষি খুলনা খেলাধুলা চট্টগ্রাম জাতীয় ঢাকা তথ্যপ্রযুক্তি পরিবেশ বরিশাল ময়মনসিংহ রংপুর রাজনীতি রাজশাহী শিক্ষা সারাদেশ সিলেট

কুষ্টিয়ায় মাদক পাচার

বিরোধী দিবস পালিত

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

‘ছাত্র-যুবক মিলাও হাত, মাদক ব্যাধি নিপাত যাক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  কুষ্টিয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে উৎসববন্ধন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

 

কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর আকুব্বারের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভিন আক্তার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান, কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সুজা উদ্দিন জোর্য়াদার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের সর্বস্তরের জনগণ যদি এই ‘জিরো টলারেন্স’ নীতির সাথে একাত্মতা ঘোষণা করে, তবেই মাদক নিয়ন্ত্রণ সহজ হবে।

পরিবারের সকল সদস্যেরই পরস্পরের প্রতি দায়িত্ব রয়েছে। সকলে দায়িত্ব পালনে আন্তরিক হোন, পরিবারের কোন সদস্য যাতে মাদকাসক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখুন।

’ পরে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরীতে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাসহ জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দফতরের কর্মকর্তা, রোভার স্কাউটস প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে কালেক্টরেট চত্ত্বরে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

গৌরীপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *