
সুন্দরগঞ্জে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার !
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে আবু সাঈদ ওরফে শামীম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ জুন) দুপুরে নিজের শয়নঘরের ধর্ণার সঙ্গে গলায় ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
আবু সাঈদ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরান গ্রামে মোস্তাহাব আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি’র সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য রিয়াজুল হক জানান, আবু সাঈদ ওরফে শামীম নেশা করত।
এ কারণে পারিবারিক অশান্তি দেখা দেয়ায় দীর্ঘদিন ধরে তার স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করে। রাতের কোন এক সময় নিজের শয়নঘরের ধর্ণার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বলেন, লাশ উদ্ধারপূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
https://www.sangbadtoday.com/2025/07/01/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87/