সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
মঙ্গলবার ২৪ জুন দুপুর ২ টায় ঢা
নিহত ব্যক্তি হলো কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনেশ্বর গ্রামের নুরুল হকের ছেলে মোঃ সাখাওয়াত হোসেন এবং আহত তার স্ত্রীর নাম হলো ফাহমিদা আক্তার লাকী।
দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেন
তিনি জানান, মোটরসাইকেল আরোহী সাখাওয়াত হোসেন তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের বুড়িচং উপজেলার সৈয়দ পুর ডুবাইরচর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাপায় সাখাওয়াত হোসেনের মৃত্যু হয়।
এছাড়া আহত হয় তার স্ত্রী। স্থানীয়রা আহত ওই নারীকে উদ্ধার করে স্থানীয় কাবিলা ইষ্টার্ণ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিকে উদ্ধার করে।
হাইওয়ের ওসি মোহাম্মদ ইকবাল বাহার আরও জানান পুলিশ মোটরসাইকেল চাপা দেওয়া ট্রাকটিকে সনাক্তের চেষ্টা চালি যাচ্ছে । এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
https://www.sangbadtoday.com/2025/07/01/%e0%a6%97%e0%a7%8c%e0%a6%b0%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%95/