প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ৬:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৫, ৫:১৭ পি.এম
গৌরীপুর এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

গৌরীপুর এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
হুমায়ুন কবির, গৌরিপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজে বিদায়ী এইচএসসি পরীক্ষার্থীদের সম্মানে এক হৃদয়ছোঁয়া বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ তানজীন চৌধুরী লিলি। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. সেলিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার প্রস্তুতির আহ্বান জানান।
স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল আলম খান। তিনি বলেন, "এই বিদায় যেন শুধুমাত্র আনুষ্ঠানিকতা না হয়ে শিক্ষার্থীদের জীবনে প্রেরণার উৎস হয়ে ওঠে।"
মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "পরীক্ষা জীবনের একটি ধাপ, এর পরেও রয়েছে আরও বড় দায়িত্ব—সত্য, সততা ও জ্ঞানের আলোয় আলোকিত হওয়া।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন গৌরীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক রাসেল আহমেদ সুমন, বিদায় অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিক, নুরুল আমিন খান পাঠান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার।
এছাড়া বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শারমিন রহমান, মোহাম্মদ মনিরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মো. শাহজাহান সিরাজ, প্রভাষক মো. রাকিবুল হাসান, মো. ফয়জুর রহমান, মো. মোস্তাকিম, দিলরুবা ইয়াসমিন, শারমিন সুলতানা, আব্দুল আলিম খান ও শরীরচর্চা শিক্ষিকা নাদিরা জামান পান্না।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা পরীক্ষার্থীদের জন্য সফলতা ও আলোকিত ভবিষ্যতের কামনা করেন।
https://www.sangbadtoday.com/2025/07/01/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a7%af%e0%a6%ae-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a3%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9b/
Copyright © 2025 Sangbadtoday. All rights reserved.