গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা

Uncategorized অর্থনীতি আইন আদালত আন্তর্জাতিক কুমিল্লা কৃষি খুলনা খেলাধুলা চট্টগ্রাম জাতীয় ঢাকা তথ্যপ্রযুক্তি পরিবেশ বরিশাল ময়মনসিংহ রংপুর রাজনীতি রাজশাহী শিক্ষা সারাদেশ সিলেট

সারিয়া চৌধুরী, লাকসামঃ
বৃহস্পতিবার ৫ জুন লাকসাম গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়৷
আন্ত:স্কুল বিতর্কের বিষয় ছিল, “দলীয় রাজনৈতিক অস্থিরতা জাতীয় স্থিতিশীলতার অন্তরায়”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ড. বদিউল আলম মজুমদার৷
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজে সাবেক বাংলা বিভাগের প্রধান প্রফেসর মো: গোলাম মোস্তফা৷

অতিথিবৃন্দুদের মাঝে উপস্থিত ছিলেন, গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দাতা সদস্য তাজিমা হোসেন মজুমদার, গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো: আবুল কালাম মজুমদার, আজীবন দাতা সদস্য মো: সাফায়েত উল্যাহ মজুমদার, অ্যাড হক কমিটির সদস্য মো: খোরশেদ আলম, সাংবাদিক মো: শহিদুল ইসলাম শাহিন, সাংবাদিক ও অভিভাবক সেলিম চৌধুরী হীরা৷

গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রনজিৎ চন্দ্র দাশের তত্ত্বাবধায়ণে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিতর্ক প্রতিযোগী ও অন্যান্য ছাত্রীগন৷
অনুষ্ঠান শেষে সভাপতি ও প্রধান অতিথি বিজয়ী এবং আমন্ত্রিত অতিথিদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *