
এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে
জনতারঃ বাসেত মারজান
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধাঃ
আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি’র) রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুল বাসেত মারজান বলেছেন-‘এবি পার্টির অঙ্গীকার-রাষ্ট্র হবে জনতার’।-এই শ্লোগানের আলোকে রাষ্ট্রকে মালিকদের কাছে ফিরিয়ে দিতে এবি পার্টি আত্ম-প্রকাশ করেছে।
‘৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। ৫৪ বছরে রাজনীতির নামে লুটপাট, চাঁদাবাজী, ধান্দাবাজী করেছে। রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের সেবা, ন্যায়ের পক্ষে দাঁড়ানো, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা, উন্নত রাষ্ট্র গঠনে ভূমিকা রাখা। একমাত্র বাংলাদেশেই ৫ বছর পর পর হানাহানি করে সরকার পরিবর্তন করা হয়। পৃথিবীর আর কোন দেশে এমনটা নেই’।
রোববার (১৫ জুন) সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা শাখা এবি পার্টি আয়োজনে ঈদ পুনর্মিলনী উপলক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা এবি পার্টি’র আহ্বায়ক তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে আব্দুল বাসেত মারজান রাজনীতিতে বড় দলগুলোর শাসন ব্যবস্থার ব্যাপক সমালোচনা করে বলেন- ‘রাজনীতির নামে নিজেদের স্বার্থ, লুটপাট, হানাহানি, দুর্নীতির বিরুদ্ধে আমরা চাই নাগরিকের কল্যাণমূখী রাষ্ট্রব্যবস্থা। আমরা চাই পরিবর্তন’।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির গাইবান্ধা জেলা শাখার সমন্বয়ক খায়রুল আলম, সহ-সমন্বয়ক মোস্তফা কামাল রঞ্জু, সদস্য সচিব রানা মিয়া, রংপুর জেলা যুব পার্টির আহ্বায়ক মেহেদী হাসান, আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন শিক্ষা ও রাজনীতিবিদ অধ্যক্ষ শরিফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফনিভূষণ দাশ, শহিদুল ইসলাম, হামিদুল ইসলাম প্রামাণিক, আঃ আজিজি প্রমূখ।
শেষে তাজুল ইসলামকে আহ্বায়ক ও শহিদুল ইসলামকে সদস্য সচিব করে এবি পার্টির উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা দেন প্রধান অতিথি।
https://www.sangbadtoday.com/2025/07/01/%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%aa%e0%a7%82/