হিজলা প্রতিনিধিঃ
বরিশাল জেলার হিজলা উপজেলার মাদক সম্রাট ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মাদক সম্রাট, কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ ও কুমিল্লা জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে গত ২৯ জুন রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকায় বিভিন্ন হোটেলে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে, দুই জনকে কারাদন্ড সাজা প্রদান করা হয় অভিযানে প্রকাশ্যে স্থানে অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখায় গ্রেফতারকৃত আসামী ১। মোঃ জলিল (৩৬) কে ৬ মাসের কারাদন্ড এবং ২। মোঃ আমির হোসেন (২৮) কে ০৩ মাসের বিনাশ্রম করাদন্ডে দন্ডিত করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ জলিল (৩৬) বরিশাল জেলার হিজলা থানার আলী আহম্মদ এর ছেলে এবং ২। মোঃ আমির হোসেন (২৮) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ঈশান চন্দ্র নগর গ্রামের খলিল মিয়া এর ছেলে।
র ্যাব আরো জানায়, র্যাব-১১ ও জেলা প্রশাসন, কুমিল্লা এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ ও জেলা প্রশাসন, কুমিল্লা এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের সাজা কার্যকরের নিমিত্তে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
https://www.sangbadtoday.com/2025/07/01/%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/