স্বল্প খরচে সেবা দিচ্ছে লাকসাম পৌরসভা নগর মাতৃ সনদ

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

স্বল্প খরচে সেবা দিচ্ছে লাকসাম পৌরসভা নগর মাতৃ সনদ

 

লাকসাম প্রতিনিধিঃ

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি স্বাস্থ্য সেবা প্রজেক্ট আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট দ্বিতীয় পর্যায়।

লাকসাম পার্টনারশীপ এরিয়া-১ বাস্তবায়ন ও পরিচালনা করেছে লাকসাম পৌরসভা।

উক্ত প্রকল্পটি স্থানীয় সরকার মন্ত্রণালয় সমাহার গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে এই স্বাস্থ্য সেবা পরিচালনা করে ছিল।

জুন ২০২৫ তারিখে উক্ত প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দায়িত্ব ছেড়ে দেয় সমাহার গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশন। হুমকির মুখে পড়ে এই স্বাস্থ্য সেবা।

লাকসাম পৌরসভার নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে লাকসাম পৌর প্রশাসক মোঃ কাউছার হামিদ এই প্রকল্পটি পৌরসভার নিজস্ব অর্থায়নে চালিয়ে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নেন।

জুলাই ২০২৫ থেকে বর্তমানে কম মূল্যে ও বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা নশরতপুরে নগর মাতৃসদন (একটি পূর্ণাঙ্গ হাসপাতাল), ডুরিয়া বিষ্ণুপুর এবং উত্তর কাদ্রায় নগর স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা করছে লাকসাম পৌরসভা।

একজন গাইনী বিশেষজ্ঞ, একজন শিশু বিশেষজ্ঞ, ৪ জন এম বি বি এস মেডিকেল অফিসার ও ৩ জন ডিপ্লোমাধারী নার্স ২৪ ঘন্টা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে নশরতপুর নগর মাতৃসদনে।

সর্বনিম্ন মূল্যে সিজার অপারেশন, নরমাল ডেলিভারি, সকল ধরনের পরীক্ষা এবং ঔষধ বিতরণ সহ সকল চিকিৎসা সেবা প্রদান করা হয় এখানে। ল্যাব ও প্যাথলজি বিভাগে সর্বনিম্ন মূল্যে ৩৩ ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়।

লাল কার্ডধারী নিম্ন আয়ের মানুষদেরকে ঔষধ সহ যাবতীয় সেবা সমূহ অর্ধেক মূল্যে প্রদান করা হয়ে থাকে। সেবা গ্রহীতা রোগীদেরকে বাজার মূল্যের চেয়ে ১০% কম মূল্যে ঔষধ সরবরাহ করা হয়।

লাকসাম পৌরসভার সকল জনগণকে কম মূল্যে উচ্চমানের স্বাস্থ্য সেবা গ্রহণের আহ্বান জানিয়ে লাকসাম পৌর প্রশাসক মোঃ কাউছার হামিদ বলেন, পৌর এলাকায় প্রাথমিক স্বাস্থ্য সেবাসহ অন্যান্য নাগরিক সেবা প্রদানের জন্য পৌরসভার সৃষ্টি।

 

লাকসাম পৌরসভা দীর্ঘদিন থেকে সরকারের নির্দেশনা মতে এনজিও এর মাধ্যমে এসেবা দিয়ে আসছে। বর্তমানে পৌরসভা উক্ত স্বাস্থ্য সেবা নিজ ব্যবস্থাপনায় দিচ্ছে।

সম্মানিত নাগরিকদের খুব সামান্য ফিতে উন্নত সেবা প্রদানের জন্য পৌরসভা কাজ করছে। আমরা ইনশাআল্লাহ পৌর এলাকায় সম্মানিত নাগরিকদের উন্নত স্বাস্থ্য সেবা প্রদান করতে সার্বিক ব্যবস্থা নিয়েছি। এখানে প্রশিক্ষিত ডাক্তার, নার্স, সকল ধরণের প্যাথলজিক্যাল টেস্ট এবং উন্নত পরিবেশ রয়েছে।

পৌর মেডিকেল অফিসার ডাঃ আল ইমরান বলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত নগর মাতৃ সদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রগুলো এতদিন এডিবির অর্থায়নে সমাহার এনজিও দ্ধারা পরিচালিত হচ্ছিল।

২০২৫ এর ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় লাকসাম পৌরসভা নিজস্ব ব্যবস্থাপনায় এই তিনটি হাসপাতাল পরিচালনা করছে।

নগর মাতৃ সদনে গাইনী ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার ও এমবিবিএস ডাক্তার দ্ধারা চিকিৎসা সেবা প্রদান করা হয়।

২৪ ঘন্টা নরমাল ডেলিভারি, সিজার অপারেশন, প্যাথোলজি, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, হরমোন পরীক্ষা করা যায়।

নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসা সেবা, প্যাথলজি সেবার পাশাপাশি স্যাটেলাটের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া হচ্ছে।

 

হটলাইন নম্বর নগর মাতৃ সদন (নশরতপুর০১৮৬৭-৯৭৭২১৬),
নগর স্বাস্থ্য কেন্দ্র (ডুরিয়া বিষ্ণুপুর ০১৮৬৭-৯৭৭৬০২),
নগর স্বাস্থ্য কেন্দ্র (উত্তর কাদ্রা ০১৮৬৭৯৭৭২৫১)।

তিনি আরো বলেন, কম খরচে পৌরবাসী উন্নত মানের সেবা নিন সুস্থ থাকুন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *