
সেনবাগ গাজীরহাট হাই স্কুলের শিক্ষকের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা
মো: ফখর উদ্দিন, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক টিকেন্দ্রলাল মজুমদার স্বপন স্যারের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা বুধবার (৯ জুলাই) বিকাল ৪ ঘটিকার সময় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মীর হোসেন মীরুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব রবিউল হোসেন সুজন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য জসিম উদ্দিন। মেহমান হিসেবে বক্তব্য রাখেন-বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: মনোয়ারুল হক।
বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন- সিনিয়র শিক্ষক মানিক চন্দ্র মজুমদার এবং মেহেরুন্নেছা।
এ ছাড়াও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বিদায়ী সংবর্ধনা প্রাপ্ত শিক্ষক টিকেন্দ্রলাল মজুমদার উনি ১৯৮৭ সালের সেপ্টেম্বর মাসের ৯ তারিখে অত্র বিদ্যালয়ে শিক্ষকতার কাজ শুরু করে ৩৭ বছর ১০ মাস ৮ দিনের এক গৌরবউজ্জ্বল কর্মকাল শেষ করেছেন।
সমাপনী বক্তব্য রাখেন-আয়োজিত অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক আবু তাহের উনার বক্তব্যকালে আয়োজনে সহযোগিতাকারী এবং অংশ গ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং দীর্ঘসময় পর্যন্ত অত্র বিদ্যালয়ে শিক্ষকতার কাজে নিয়োজিত থাকা বিদায়ী সংবর্ধিত মানুষ গড়ার কারিগর টিকেন্দ্রলাল মজুমদার স্বপন স্যারের প্রতি স্বশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ সহ উনার অবসরকালীন সময় সুন্দর কাটুক এই কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং বিদ্যালয় কর্তৃপক্ষ বিদায়ী সংবর্ধিত শিক্ষক টিকেন্দ্রলাল মজুমদারকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক, ক্রেস্ট, আর্থিক অনুদান এবং উপহার সামগ্রী সহকারে মাইক্রো বাস যোগে উনার বাড়িতে পৌছিয়ে দিয়েছেন।
অত্যান্ত সুন্দর ও প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে।