সাব-রেজিষ্ট্রি অফিসে চুরির ঘটনায় মাটি খুড়ে ১১ লাখ টাকা উদ্ধার গ্রেফতার-১

আইন আদালত জাতীয় রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

সাব-রেজিষ্ট্রি অফিসে চুরির ঘটনায় মাটি খুড়ে ১১ লাখ টাকা উদ্ধার গ্রেফতার-১

মোঃ শিবলী সাদিক, রাজশাহীঃ

রাজশাহী তানোর উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিস থেকে চুরি হওয়া ১১ লাখ টাকা মাটি খুড়ে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর ২টার দিকে বাধাইড় ইউনিয়নের একান্নপুর গোয়ালপাড়া (জোড়পাড়া) গ্রামের সাইদুর রহমানের পুত্র আরজেদ আলী ওরফে কুরহানের (৩৫) বাড়ি থেকে মাটি খুড়ে টাকা উদ্ধার করা হয়।

পুলিশ কুরহানকে গ্রেপ্তার করে বিকালে জের হাজতে পাঠিয়েছেন।

জানা গেছে, রাজশাহীর শিরোইল মটপুকুর এলাকার মৃত-রবিউল হকের স্ত্রী মাবিয়া খাতুন তার জমি বিক্রি করতে সোমবার তানোর উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিস আসেন।

 

বিকালে জমি বিক্রি করা ১১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে তিনি সাব-রেজিষ্ট্রি অফিসে বসে ছিলেন।

তার টাকার ব্যাগ চেয়ারের পাশে রেখে তিনি অন্য দিকে তাকিয়ে থাকা অবস্থায় আরজেদ আলী ওরোফে কুরহান টাকার ব্যাগ কৌশলে চুরি করে নিয়ে যায়।

সাব-রেজিষ্ট্রি অফিসে সিসি ক্যামেরার ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়ে।

এঘটনায় মাবিয়া খাতুন বাদি হয়ে তানোর থানায় লিখিত অভিযোগ করেন।

 

পুলিশ সিসি ফুটেজ দেখে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে আরজেদ আলী ওরোফে কুরহানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। তার তথ্য মতে বুধবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে মাটি খুড়ে ১১ লাখ টাকা উদ্ধার করেন।

তানোর থানা অফিসার ইনচার্জ ( ওসি) আবজাল হোসেন বলেন, সিসি ফুটেজ দেখে আমরা আরজেদ আলী ওরোফে কুরহানের গ্রেপ্তার করি। তার তথ্য মতে তার বাড়ির পাশে মাটি খুড়ে ১১ লাখ টাকা উদ্ধার করা হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *