বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের সরকারি সা'দত বিশ্ববিদ্যালয় কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে মত-বিনিময় সভা ১৪ জুলাই সোমবার অধ্যক্ষ প্রফেসর মনিরুজ্জামান মিয়া সাহেবের সভাপতিত্বে, সহযোগি অধ্যাপক শেখ ফরিদ ও প্রভাষক শারমীন সুলতানার সঞ্চালনায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
মত-বিনিময় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন কলেজের প্রতিষ্ঠাতা ওয়াজেদ আলী খান পন্নী পরিবারের সদস্য সাবেক সাংসদ মোরশেদ আলী খান পন্নী ওরফে টিপু পন্নী, জেলা বিএনপির সভাপতি মো.হালিমুজ্জামান তালুকদার শাহীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.ফরহাদ ইকবাল, সাবেক ভিপি মো.মনিরুল ইসলাম মিন্টু, সাবেক জি.এস সৈয়দ আব্দুল মান্নান বাবুল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইমরুল কায়েস চঞ্চল, বিএমজিটিএ-এর টাঙ্গাইল জেলা সভাপতি অধ্যাপক কে.এম শামীম, গোপালপুর প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তী,মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ।
দাণবীর জমিদার মৌলভী ওয়াজেদ আলী খান পন্নী কর্তৃক প্রতিষ্ঠিত টাঙ্গাইল জেলার প্রথম কলেজই কেবল নয় দেশের মুসলিম জমিদার কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গের আলীগড় খ্যাত সরকারি সা'দত কলেজ শতবর্ষে পদার্পণ করতে যাচ্ছে।
প্রিন্সিপাল ইব্রাহিম খার হাত ধরে সু-প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি শতবর্ষে অধিষ্ঠিত হওয়ায় এখন অতি প্রয়োজনীয় কাজ হচ্ছে প্রতিষ্ঠানটির অ্যালামনাই এসোসিয়েশন সংক্রান্ত বাস্তবায়ন কমিটি গঠন।
শতবর্ষ উদযাপন সহ প্রয়োজনীয় সকল কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনসহ উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করবে এই বাস্তবায়ন কমিটি। অ্যালামনাই এসোসিয়েশন কমিটি কলেজ-বিশ্ববিদ্যালয়/ইউনিট/জেলা/বিভাগীয় পর্যায়ে সমন্বয় সাধন করে সুন্দর ও সুষ্ঠুভাবে সার্বিক অনুষ্ঠানের সফল বাস্তবায়ন ঘটাবে। এর ফলে সাবেক ও বর্তমান শিক্ষক মন্ডলী, সাবেক ও বর্তমান সকল ছাত্র-ছাত্রীদের এক মহামিলন মেলায় কলেজ ক্যাম্পাস হয়ে উঠবে সকলের আনন্দ উল্লাসে মুখরিত।
রেজিস্ট্রেশন অনুদান, বিজ্ঞাপনসহ সকল ধরনের কাজ স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করার ক্ষেত্রে উপস্থিত সকলেই যার যার অবস্থান থেকে মূল্যবান পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।
রেজিস্ট্রেশন সহ সকল ধরনের আয়-ব্যয় হিসাব সংরক্ষণে অধ্যক্ষ মহোদয়সহ কমিটির সম্মানিত আহবায়ক ও সদস্য সচিবের যৌথ হিসাবের মাধ্যমে কমপক্ষে দুইজনের যৌথ স্বাক্ষরে ব্যাংক হিসাবের মাধ্যমে পরিচালিত হবে।
সেক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে ব্যাংক হিসাব ওপেন করা অত্যাবশ্যক।নগদ ও বিকাশের মাধ্যমেও রেজিস্ট্রেশন ফি আদায় করা যেতে পারে বলেও অনেকে মন্তব্য করেন। সব ধরনের ব্যয় সংশ্লিষ্ট কমিটি পর্যায় থেকে বাস্তবায়ন করা হবে।
পরিশেষে সকলের আন্তরিক সহযোগিতায় একটি সফল আয়োজন সম্পন্ন হবে বলেও সকলে আশাবাদ ব্যক্ত করেন।
https://www.sangbadtoday.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be/