শরিয়তুল্যাহ্ মাষ্টার তিস্তাসেতু’ নামকরণে মানববন্ধন

জাতীয় রংপুর রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

শরিয়তুল্যাহ্ মাষ্টার তিস্তাসেতু’ নামকরণে মানববন্ধন

 
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধাঃ
 গাইবান্ধার সুন্দরগঞ্জ-কুড়িগ্রামের চিলমারী উপজেলা সংযোগে নির্মিত তিস্তাসেতুকে ‘শিরয়তুল্যাহ্ মাষ্টার তিস্তাসেতু’ নামকরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ।
রবিবার (২০ জুলাই) বিকালে সেতু সংলগ্ন তিস্তানদীপাড়ে শরিয়তুল্লাহ্ মাষ্টার তিস্তাসেতু নামকরণ বাস্তবায়ন কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-শরিয়তুল্যাহ্ মাষ্টার তিস্তাসেতু নামকরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামীম মন্ডল, সদস্য সচিব শাহিন মিয়া, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি’র চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম, নূর আলম নূর, আমীন হোসেন আমীন, আমানুল্লাহ্ নাসিমী, নূর আলম সিদ্দিকী, হাসান মাসুদ খান, উপজেলা এনসিপি নেতা আজিজুর রহমান প্রমূখ।
 তিস্তাসেতুর স্বপ্নদ্রষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ মুক্তিযোদ্ধা সংগঠক আ. ব. ম. শরিয়তুল্যাহ্ মাষ্টারের প্রতি সুন্দরগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে নব-নির্মিত হরিপুর-চিলমারী তিস্তাসেতুর নাম ‘শরিয়তুল্যাহ্ মাষ্টার তিস্তাসেতু’ ষোষণার দাবী জানান বক্তারা।
 বক্তারা আরো বলেন- ‘১৯৯৫ইং সালে শরিয়তুল্লাহ্ মাষ্টার যখন একাকীই তিস্তাসেতু নির্মাণের দাবী তুলে ধরে লিফলেট প্রদানসহ নানাভাবে সংগ্রাম চালাতে শুরু করে। তখন থেকে দীর্ঘ ৩০ বছর অনেকেই টিটকারী, তিরস্কার করত। তবুও তিনি থেমে থাকেননি।
  উল্লেখ্য, ২০১২ সালে প্রকল্পটি অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। শিডিউল মোতাবেক অর্থ ছাড় দেয়ার পর ২০১৪ সালের ২৫ জানুয়ারি ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২০২০ সালের সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
  ১৪৯০ মিটার দীর্ঘ তিস্তাসেতু সঙযোগে ৯৬ মিটার দীর্ঘ আরো একটি আর্চব্রীজসহ ৮০ কিলোমিটার অতিরিক্ত সড়ক উন্নয়ন, সংশ্লিষ্ট মাটির কাজ, জমি অধিঃগ্রহণসহ সস্পূরক প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৯’শ ২৫ কোটি টাকা। এরমধ্যে দাতা সংস্থা- সৌদী ফাণ্ড ফর ডেভেলপমেন্ট’র (এসএফডি) প্রদেয় ৬৩২ কোটি ও রাষ্ট্রীয়ভাবে ২৯৩ কোটি ব্যয়ে প্রকল্পটি নির্মাণে কাজ করে ‘চায়না ষ্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর’র (এলজিইডি’র) তত্বাবধানে প্রথমবারের মতো এটিই প্রথম বৃহৎ প্রকল্প বাস্তবায়ন হলো।
আসন্ন ২ আগষ্ট সম্পূরক প্রকল্পটি চলাচলের জন্য উম্মুক্ত হবার কথা থাকলেও তা পরিবর্তন করায় এপর্ন্ত ৩ দফা সময় পুঁছিয়ে গেছে বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে।
https://www.sangbadtoday.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ae%e0%a6%b6-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *