
লালমোহনে পানিতে ডুবে
৪ বছরের শিশুর মৃত্যু !
জাহিদুল ইসলাম, ভোলাঃ
ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. বায়েজিদ নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার সময় উপজেলার বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরকচ্চপিয়া এলাকার মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু বায়েজিদ ওই বাড়ির খলিল মাঝির ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে গেছে, মাগরিবের আগে শিশু বায়েজিদ বাড়ির উঠোনে খেলছিল। কিছুক্ষণ পর সাড়াশব্দ না পেয়ে তার মা মিনারা বেগম তাকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে শিশুর মা বাড়ির পুকুরে গিয়ে দেখে বায়েজিদের জুতা ভাসছে। তখন তিনি পানিতে নামলে শিশু বায়েজিদকে ডুবন্ত আবস্থায় পাওয়া যায়।
এরপর তার ডাক চিৎকারে বাড়ির অন্যান্যরা এসে শিশুকে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।