লালমোহনে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত

জাতীয় বরিশাল শিক্ষা সারাদেশ

লালমোহনে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করে সরকারি গেজেট প্রকাশ করায় আজ লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে এক জরুরি সভার আয়োজন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক মডেল মাদরাসার পরিচালক অধ্যাপক এম এ জাহের।

 

এসোসিয়েশনের সদস্য সচিব ও লালমোহন মডেল একাডেমীর সহকারী পরিচালক আজিম উদ্দিন খানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন হা- মীম রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিনিধি আকবর জুয়েল, ইসলামিক মডেল মাদরাসার সহকারী পরিচালক মাওলানা লোকমান হোসাইন, শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রতিনিধি আব্দুল আজিজ, মোতাছিম বিল্লাহ আইডিয়াল একাডেমির পরিচালক আবুল কালাম, সেকান্দার আলী একাডেমীর পরিচালক মনজুর মোর্শেদসহ বিভিন্ন এবতেদায়ী মাদ্রাসার প্রধানগণ। সভায় সরকারের এ ধরনের গেজেট প্রকাশকে ষড়যন্ত্রমূলক বলে আখ্যায়িত করেন।

বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করা এক বিরাট বৈষম্য।

এধরনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বৈঠকে আরো দাবি জানানো হয় অনতিবিলম্বে এই গেজেট সংশোধন করে বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের সুযোগ অব্যাহত রাখতে হবে।

অন্যথায় সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে যৌক্তিক দাবি আদায় করার জন্য নিয়মতান্ত্রিক সকল কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

লাকসামে সাবেক এমপি আজিমের শোকসভা অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *