
লালমাইতে নারী প্রশিক্ষণার্থীকে যৌন হয়রানীর প্রতিবাদে ও অভিযুক্তের বিচার দাবীতে মানববন্ধন
লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লার লালমাইয়ে কম্পিউটার প্রশিক্ষণে অংশ নেওয়া ১০জন নারীকে অফিসে ডেকে নিয়ে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এর বিরুদ্ধে।
অভিযুক্ত কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনতে সোমবার (২১ জুলাই) বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই থানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থী ও সচতেন নাগরিকরা।
শিক্ষার্থী প্রতিনিধি আবদুল্লাহ আল ইমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন ডালিম, ইউনিয়ন যুবদলের আহবায়ক বেলায়েত হোসেন সোহেল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটির সদস্য রহুল আমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লালমাই উপজেলা শাখার আহবায়ক নোমান হোসেন, সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ যৌন হয়রানির শিকার নারী প্রশিক্ষণার্থীরা।

মানববন্ধনে স্কুলের সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও অংশগ্রহণ করেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা আবদুল কাদের, গাজী মিনার আলম, মোহাম্মদ আলী, এয়াকুব হোসাইনসহ স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এর আগে গত ১০ জুলাই ভুক্তভোগী নারী প্রশিক্ষণার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন।
অভিযোগে তারা উল্লেখ করেন, প্রশিক্ষণে অংশ নিতে আবেদন করার পর নারী শিক্ষার্থীদের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোবাইলে কল করে বিভিন্ন অজুহাতে অফিসে ডাকতেন।
গত ২৬ জুন নারী প্রশিক্ষণার্থীদেরকে পৃথকভাবে অফিসে ডেকে তিনি যৌন হয়রানি করেন।
https://www.sangbadtoday.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0/