গোলাম রাব্বি, নাটোরঃ
নাটোর জেলার লালপুর থানা ‘সেবাধর্মী থানা’ হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।
শুক্রবার (১ আগস্ট ২০২৫) রাজশাহী বিভাগের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন,“৫ আগস্ট ২০২৪ সালের পর পুলিশে যে গুণগত পরিবর্তন এসেছে, সেটিকে আমরা বাস্তবতায় রূপ দিতে চাই। আমরা চাই, মানুষ পুলিশকে তার সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে চিনুক। কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই, পুলিশ সত্যিই বদলেছে।”
উদ্বোধনের পর লালপুর থানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নাটোর জেলা পুলিশের আয়োজনে থানার মিলনায়তনে এক ব্রিফিং সেশনের আয়োজন করা হয়।
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম-এর সভাপতিত্বে আয়োজিত এই ব্রিফিংয়ে ডিআইজি শাহজাহান উপস্থিত পুলিশ সদস্যদের আইন-শৃঙ্খলা রক্ষায় সততা ও মনোযোগ সহকারে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলি, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক, পিপিএম, গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্য এবং নাটোর জেলার ৭টি থানার অফিসার ইনচার্জ (ওসি)।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।