লাকসাম ফিস বারবিকিউ হাউজ এর শুভ উদ্বোধন

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন....,

লাকসাম ফিস বারবিকিউ
হাউজ এর শুভ উদ্বোধন

 লাকসাম প্রতিনিধিঃ
‘‘নতুন আদলে ও সম্পূর্ন নতুন স্বাদে’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসাম পৌরসভা রোড, ইক্বরা মহিলা মাদ্রাসার সামনে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুক্রবার (১ আগষ্ট) বিকেলে লাকসাম ফিস বারবিকিউ হাউজ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- মার্কেটের মালিক আলহাজ্ব বাবুল মিয়া, মঞ্জুরুল আলমসহ লাকসাম বাজারের সকল ব্যবসায়ী বৃন্দ ও সামাজিক ব্যাক্তিবর্গ।

লাকসাম ফিস বারবিকিউ হাউজ এর স্বত্বাধিকারী আবু হামজা জানান, মনোরম পরিবেশে কুমিল্লা দক্ষিণে বৃহত্তর লাকসামে আমরা নিয়ে আসলাম নতুন আদলে লাকসাম ফিস বারবিকিউ হাউজ।

আমাদের এখানে প্রতিদিন পাওয়া যাবে লাইফ মাছ, চিকেন তান্দুরি, চিকেন বডি কাবাব, চিকেন রেস্মি কাবাব, ফ্রেন্স কাবাব, ফ্রেন্স ফ্রাই, চিকেন ফ্রাই ও লাচ্ছি সহ বিভিন্ন আইটেমের নতুন নতুন রেসেপি পাওয়া যাবে।

এছাড়া ছোট্ট ছোট্ট সোনামনি, পরিবার, আত্মীয় স্বজনকে নিয়ে মনোরম পরিবেশে এসে খেতে পারবেন। আমরা চিপ রেটে খাবার পরিবেশনে বদ্ধ পরিকর।

গোপালপুরে শতবর্ষী বট গাছের নিছে চাপা পড়ে আহত-২০


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *