
লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
লাকসাম প্রতিনিধিঃ
লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসায় ২০২৫ সালে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ।
প্রধান অতিথির তিনি বলেন, যারা জিপিএ-৫ প্রাপ্ত হয়ে কৃতীত্বের সাথে দাখিল পাশ করে জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছ। তারা নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ জাতীর কল্যাণে ভুমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দীন।
লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. আবদুল হান্নান।
এ সময় আরও বক্তব্য রাখেন লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ ড. মাওলানা আমিনুল ইসলাম, হেড মুহাদ্দিস মাওলানা আবদুল হালিম, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক হোসাইন আহমদ।
লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করেন।