লাকসাম গণউদ্যোগ স্কুল এন্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ

লাকসাম গণউদ্যোগ স্কুল এন্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

লাকসাম প্রতিনিধি:

লাকসাম গণউদ্যোগ স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ।

সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ রঞ্জিত দাস।

অনুষ্ঠানের শুরুতে উত্তরা মাইলস্টোন ট্রাজেডিট হতাহতদের জন্য দোয়া মোনাজাত করা হয় এবং জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য খোরশেদ আলম, সাংবাদিক সেলিম চৌধুরী হীরা, সাংবাদিক শহিদুল ইসলাম শাহিন, সমাজসেবক মোজাম্মেল হক মন্টু, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ উল্লাহ, প্রভাষক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ কাউছার হামিদ বলেন: তোমাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো লাকসামের গর্ব। শিক্ষা মানুষকে আলোকিত করে, সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করে। পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা ও দেশপ্রেম নিয়ে এগিয়ে যেতে হবে। আগামী দিনগুলোতে নিজেদের মেধা দেশের সেবায় কাজে লাগাবে-এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে জানানো হয়, লাকসাম গণউদ্যোগ স্কুল এন্ড কলেজ উপজেলা পর্যায়ে তিনবার প্রথম স্থান অর্জনের সাফল্য ধরে রেখেছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন উত্তীর্ণ হয়েছেন, যার মধ্যে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ জিপিএ-৫ প্রাপ্ত ১৩ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করা হয়।

শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরাও আনন্দ ভাগ করে নেন, অনুষ্ঠানজুড়ে ছিল সাফল্যের উচ্ছ্বাস এবং শিক্ষার অগ্রযাত্রা ধরে রাখার দৃঢ় অঙ্গীকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *