লাকসামে সাবেক এমপি আজিমের শোকসভা অনুষ্ঠিত

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ

লাকসামে সাবেক এমপি আজিমের শোকসভা অনুষ্ঠিত

লাকসাম প্রতিনিধিঃ
লাকসাম-মনোহরগঞ্জের সাবেক এমপি মরহুম কর্ণেল আনোয়ার উল আজিম এর মৃত্যুতে ৬ নং উত্তরদা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ২৩ জুলাই বিকেলে উত্তরদা উচ্চ বিদ্যালয় মাঠে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
উত্তরদা ইউনিয়ন বিএনপির সমন্বয়ক ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও মাষ্টার মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় উক্ত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আজিম কন্য সামিরা আজিম দোলা।
তিনি বলেন, আমার বাবা কর্নেল আজিম আপনাদের প্রিয় মানুষ ছিলেন। তিনি আপোষহীন ছিলেন এবং মানুষের জন্য কাজ করা বড় এবাদত বলে মনে করতেন। আমার বাবা আপনাদের জন্য কাজ করেছেন।
আমিও আপনাদের জন্য কাজ করব এবং আপনাদেরকে আমার পাশে চাই। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
লাকসাম উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন বলেন, একদিনের জন্য নৌকায় উঠে কর্নেল আজিমকে ফেল করিয়েছে আবুল কালাম। তাদের সাথে রাজনীতি করা যায় না।
তিনি আরও বলেন, আল্লাহ না করুক আবুল কালাম মনোনয়ন পেলে বা এমপি হলে লাকসাম মনোহরগঞ্জে শত শত তাজুল ইসলাম- মহব্বত সৃষ্টি হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভা বিএনপি নেতা আমির হোসেন, উত্তরদা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আহসান উল্লাহ, যুবদল নেতা দিদারুল আলম দিদার, সাবেক চেয়ারম্যান মোঃ অলি উল্লাহ, বিএনপি নেতা নুরুল ইসলাম, শোকর আহমেদ, যুবদল নেতা মন্টু, ছানাউল্লাহ রিপন ও জুলাই যোদ্ধা তানভীর ইসলাম তুষার।
https://www.sangbadtoday.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%9f/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *