
লাকসামে পঠন দক্ষতা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জাফর আহমেদ, লাকসামঃ
প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা উন্নয়নে মতবিনিময় সভা ও পঠন দক্ষতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেছে লাকসাম উপজেলা প্রশাসন।
৩০ জুলাই লাকসাম উপজেলা পরিষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ।
লাকসাম উপজেলা শিক্ষা অফিসার মোহা: দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার নিজাম উদ্দিন, ইনস্টাক্টর বলরাম মজুমদার, কৃষি অফিসার মোঃ আল আমিন, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, সহকারী শিক্ষিকা রাহিমু নেছা, সহকারী শিক্ষিকা ফেরদৌসী আক্তার ও সহকারী শিক্ষক মোঃ শাহজাহান।