
লাকসামে ছুরিকাঘাতে যুবক হত্যার আসামি গ্রেফতার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
লাকসাম প্রতিনিধিঃ
প্রকাশ্যে ছুরিকাঘাতে রাসেলকে হত্যার ২৫ দিন পার হলেও হত্যাকারিদের গ্রেফতার করা হয়নি।
গ্রেপ্তারের দাবিতে লাকসাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করেছে পরিবার ও এলাকাবাসী।
১২ জুলাই (শনিবার) বিকেল ৪টায় মানববন্ধন কর্মসূচি শেষে লাকসাম প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাসেলের নিকটাত্মীয় মাসুদ রানা বেলাল।
এছাড়া বক্তব্য দেন মঞ্জুরুল হাসান, মহিন উদ্দিন মজুমদার এবং হত্যার শিকার রাসেলের মামা আব্দুল মজিদ, তিনি বলেন, তার ভাগনে গোবিন্দপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সাতঘর গ্রামের রবিউল হোসেন রাসেলকে ছুরিকাঘাতে আহত করে সিংজোড় গ্রামের শাওন ও তার সহযোগীরা। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি দৃষ্টান্তমূলক শাস্তি আদায়ের জন্য সার্বিক সহায়তা করতে সাংবাদিকসহ সমাজের সর্বসাধারণের কাছে অনুরোধ করেন।
জানা যায় অভিযুক্ত শওন ও তার সহযোগীরা গত ১৮ জুন ২০২৫ তারিখে লাকসাম উপজেলার সাতঘর সিংজোড় ব্রীজের দক্ষিণ মাথায় চা দোকান থেকে রবিউল হোসেন রাসেলকে ডেকে নিয়ে ধারালো অস্ত্রের মাধ্যমে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে তাৎক্ষণিক আশংকাজনক অবস্থায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তারের পরামর্শে প্রথমে কুমিল্লা মেডিকেল এবং শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২১ দিন চিকিৎসা শেষে ৯ জুলাই বিকাল ৫.৪০ মিনিটে রাসেল মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নিহত রবিউল হোসেন রাসেল(২০) কুমিল্লার লাকসাম উপজেলার সাতঘর ইছাপুরা গ্রামের আব্দুল মালেক(৫৫) এর সন্তান।
ঘটনার দিন পরিবারের লোকজন ও এলাকাবাসী মিলে থানায় অভিযোগ করেন। এর মধ্যে এতোগুলা দিন পার হলেও প্রশাসনের টনক নড়তে না দেখে ক্ষুব্ধ এলাকাবাসী আজ মানববন্ধন কর্মসূচি ও সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচারের দাবি জানায়।
সংবাদ সম্মেলনে রাসেলের পরিবার, এলাকার গন্যমান্য ব্যাক্তির পাশাপাশি লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল সারাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, সাংবাদিক শাহ নুরুল আলম, নাজমুল ইসলাম, জাহিদুল ইসলাম, গোলাম মাহবুব ছোবহানী রুবেল, আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।