
লাকসামে চোখ উপড়ানো যুবকের মরদেহ উদ্ধার
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে গত শুক্রবার সকালে বাড়ির পাশে চোখ উপড়ানো অবস্থায় হায়াতুন নবী (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক উপজেলার আজগর ইউনিয়নের বড়বাম গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে।
পুলিশ বলেছে নিহত ওই যুবকের চোখ তুলে ফেলা হয়েছে এবং নাকে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গত শুক্রবার রাত ৮টা পর্যন্ত থানায় মামলার প্রক্রিয়া চলছে।
নিহত ওই যুবক এক সন্তানের জনক।
তবে এ যুবককে কি কারণে কে বা কারা হত্যা করেছে পুলিশ এখনও তা নিশ্চিত হতে পারেনি।
পুলিশের এস আই অধির চৌধুরী জানায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে। তার সাথে থাকা মোবাইল ফোনটি আমরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
লাকসাম থানা পুলিশের ওসি নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত কে গ্রেফতার করা হবে।