
লাকসাম প্রতিনিধিঃ
লাকসামে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য আয়োজিত বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্প্রতি জারিকৃত একটি নির্দেশনায় সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সংরক্ষিত রাখা হলেও, বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সে সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করে শিক্ষকরা এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বেসরকারি শিক্ষক প্রতিনিধিরা মনে করেন, শিক্ষা সবার জন্য-এই মূলনীতির সাথে সামঞ্জস্য রাখতে হলে বৃত্তি পরীক্ষায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। তারা বলেন, “সরকারি ও বেসরকারি শিক্ষার্থীদের মাঝে এমন বৈষম্য শিক্ষাক্ষেত্রে একটি বিভাজন তৈরি করবে, যা শিক্ষার মৌলিক নীতিমালার পরিপন্থী।”
এসময় উপজেলা নির্বাহী অফিসার কাওসার হামিদ এর কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতারা স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—শিক্ষক নেতা মুসলেহ উদ্দিন নোমান, মিজানুর রহমান, আমিরুল মুমেনিন ভূঁইয়া, মোফাজ্জল হোসেন, নুরুজ্জামান জাহাঙ্গীর, মাহফুজুল আলম খোকন এবং সুমন দেবনাথসহ আরও অনেকে।
তাঁরা প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানান, বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাতিল করে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হোক। একইসঙ্গে, ভবিষ্যতে এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত পুনরায় না নেয়ার আহ্বান জানান তারা।