লক্ষ্মীপুরে জিপিএ-৫ পেয়েছে ৮৫৩ জনঃ ফলাফলে এগিয়ে রায়পুর

চট্টগ্রাম জাতীয় শিক্ষা সারাদেশ

লক্ষ্মীপুরে জিপিএ-৫ পেয়েছে ৮৫৩ জনঃ ফলাফলে এগিয়ে রায়পুর

তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুরঃ

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় লক্ষ্মীপুর জেলায় জিপিএ-৫ পেয়েছে ৮৫৩ জন শিক্ষার্থী। সবচেয়ে ভালো ফলাফল হয়েছে রায়পুর উপজেলায়। জেলার পাসের হার ৬৬ দশমিক ১৫ হলেও রায়পুরে পাসের হার ৭৮ দশমিক ৩৩। তবে পাসের হার সবচেয়ে কম রামগতি উপজেলায়। ৫২ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এই উপজেলায়।

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবারে জেলার রায়পুরসহ পাঁচ উপজেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মোট ১৫ হাজার ৮০৪ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ১০ হাজার ৪৫৫ জন। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৫৩ জন শিক্ষার্থী।

জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে তথ্য অনুযায়ী, সব চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল লক্ষ্মীপুর সদর উপজেলায়, ৬ হাজার ৮৫৫ জন। এখানে উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ৪৩১ জন। পাসের হার ৬৩ দশমিক ১৮।

রামগঞ্জ উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৯৭২ জন। পাস করেছে ২ হাজার ১২২ জন। রায়পুরে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২ হাজার ৪৯৭ জন। পাস করেছে ১ হাজার ৯৫৬ জন। রামগতিতে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২৬৩ জন। পাস করেছে ১ হাজার ১৯১ জন এবং কমলনগর উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২১৭ জন। পাস করেছে ৭৫৫ জন।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র বলেন, ‘নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে সক্ষম হয়েছি। শহরের তুলনায় গ্রামাঞ্চলে ফলাফল বিপর্যয় বেশি ঘটেছে। তা ছাড়া এবার রামগতি উপজেলায় পাসের হার কম।’ রায়পুর উপজেলায় ভাল ফলাফল অর্জন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *