রামেকে চালু হলো ‘ইআরসিপি স্যুট’ ও এন্ডোস্কোপি প্রযুক্তি

শেয়ার করুন….,রামেকে চালু হলো ‘ইআরসিপি স্যুট’ ও এন্ডোস্কোপি প্রযুক্তি মোঃ শিবলী সাদিক, রাজশাহীঃ রামেকে চালু হলো ‘ইআরসিপি স্যুট’ ও অগ্ন্যাশয়ের এন্ডোস্কোপি প্রযুক্তিরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চালু করা হয়েছে এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটিকোগ্রাফি স্যুট (ইআরসিপি)। মঙ্গলবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এটির উদ্বোধন করেন। বুধবার এ তথ্য জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, … Continue reading রামেকে চালু হলো ‘ইআরসিপি স্যুট’ ও এন্ডোস্কোপি প্রযুক্তি