রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জলাবদ্ধতা

জাতীয় রাজনীতি রাজশাহী সারাদেশ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জলাবদ্ধতা

মোঃ শিবলী সাদিক, রাজশাহীঃ

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগে বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা।

গত ২৪ ঘণ্টার বৃষ্টিতে হাসপাতালে প্রধান ফটক ও জরুরি বিভাগের জমেছে পানি।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে এমন চিত্র দেখা যায় হাসপাতাল চত্বরের সামনের অংশে।

এ সময় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের পড়তে হয় ভোগান্তিতে।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য মতে, রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯০ মিলিমিটার।

আগামী আরো দু-এক দিন বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, গত সোমবার রাত থেকে আজ দুপুর পর্যন্ত কয়েক দফা বৃষ্টি হওয়ার পর হাসপাতালের বহির্বিভাগের সামনে এবং গেটের আশপাশে প্রায় হাঁটু সমান পানি জমে যায়।

এতে অনেকেই ভিজে কাদায় নেমে রোগীকে হাসপাতালে নিয়ে যান। হুইলচেয়ার ও স্ট্রেচারে থাকা রোগীদের বৃষ্টির মধ্যে পানি ঠেলে বহির্বিভাগে প্রবেশ করতে দেখা যায়।

রাজশাহীসহ আশপাশের জেলা থেকে আসা রোগী ও তাদের স্বজনরা বলেন, সকাল থেকে অপেক্ষা করে দুপুরের দিকে রাগীর সিরিয়াল পায়। কিন্তু তখন পুরো চত্বর পানিতে তলিয়ে যায়।

নগরীর বিনোদপুর এলাকার এক চিকিৎসা প্রার্থী নারী বলেন, ডাক্তার দেখাতে এসে ভিজে গেছি, আবার হাসপাতালের ভেতর পানিতে বিপদে পড়েছি। দ্রুত পানি নামানোর ব্যবস্থা করা দরকার। না হলে বর্ষা জুড়েই রোগী ও স্বজনদের এই ভোগান্তি পোহাতে হবে।

এ বিষয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মেদের সঙ্গে ফোনে যোগযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তার পিএ ফোনটি রিসিভ করে বলেন স্যার মিটিংয়ে আছেন।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, সাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যে কারণে বৃষ্টি হচ্ছে। আজকেও ৯০ মিলিমিটার বৃষ্টি হয়ছে। আগামী দুই একদিন বৃষ্টি অব্যাহত থাকবে। হালকা থেকে মাঝারি কিংবা ভারি বৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *